Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

স্বাস্থ্য কর্মসূচীঃ

 

Ø        বর্হিবিভাগে প্রতি দিন আগত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান ।

Ø        জরুরী বিভাগে সার্বক্ষনিক  আগত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান ।

Ø        আন্তঃ বিভাগে ভর্তি রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান ।

Ø        আই এম সি আই কার্যক্রমের আওতায ০-৫ বৎসরের শিশুদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান ।

Ø        ও,আর,টি কর্নারে আগত ডায়রিয়া জনিত রোগের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান ।

Ø        আন্তঃ বিভাগে প্রসূতি সেবা প্রদান।

Ø        স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন নিয়মিত ইপিআই ৬ রোগের টিকা প্রদান।

Ø        ব্লাড ব্যাংক কার্যক্রম চালু ।

Ø        স্বাস্থ্য কমপ্লেক্সে আগত যক্ষা ও কুষ্ঠ রোগীদের রেজিস্ট্রেশন ও  চিকিৎসা প্রদান।

Ø        স্বাস্থ্য কেন্দ্রে আন্ত ও বর্হিবিভাগে আগত রোগীদের নিকট হতে রক্ত ও কফ সংগ্রহ এবং ল্যাবরেটরিতে পরীক্ষাসহ চিকিৎসা প্রদান ।

Ø        আন্ত বিভাগ ও বর্হিবিভাগে আগত রোগীদের নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান ।

Ø        জাতীয় কর্মসূচী যেমন- এনআইডি, আর্সেনিকোসিস রোগ নির্নয় ও ব্যবস্থাপনা, ০-৬ বৎসর বয়সের শিশুদের কৃমি নাষক ঔষধ সেবন, বিশ্ব স্বাস্থ্য দিবস যথাযথ পালন, বিশ্ব এইডস দিবস  ও মাতৃদুগ্ধ দিবস পালন ইত্যাদি।